কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ফুলবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তা, জেনারেল হাসপাতালের দুই স্টাফসহ ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার এ নিয়ে জেলায় ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) জানান, ওই পুলিশ কর্মকর্তাকে আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর গাড়ির চালককেও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, এক দিনে জেলায় সর্বোচ্চ ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। তাঁদের মধ্যে জেনারেল হাসপাতালের দুজন, সদরে তিনজন, ভূরুঙ্গামারীতে তিনজন এবং ফুলবাড়ীতে দুজন।
এরই মধ্যে জেলার প্রথম আক্রান্ত রৌমারীর যুবক এবং ফুলবাড়ীতে আক্রান্ত এক ব্যক্তিসহ তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।