কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভাঙামোড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে নাগেশ্বরী উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪০)। তিনি ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইটারী গ্রামের মৃত আজগার আলীর ছেলে। এ ঘটনায় আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা, নাগেশ্বরী সার্কেলের এএসপি সুমন রেজা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার পারভেজসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর রাবাইটারী বটতলা বাজারে ৩ নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। তালা প্রতীকের প্রার্থী শাহজালাল বৈদ্যুতিক ফ্যান প্রতীকের প্রার্থী মুকুল মিয়ার কর্মী বাবুল মিয়াকে গালমন্দ করেন। একপর্যায়ে বাবুল মিয়াকে সড়ক থেকে উঠিয়ে নিয়ে আসেন শাহজালাল আলীর লোকজন। তাঁরা ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে বটতলা বাজারে চায়ের দোকানে বাবুল মিয়াকে গাছের ডাল ও খড়ি দিয়ে মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলার শাপলা ক্লিনিকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটায় তিনি মারা যান।
নিহত বাবুল মিয়ার স্ত্রী মমতা বেগম বলেন, তিনি স্বামী হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
নাগেশ্বেরী বি-র্সাকেল সহকারী পুলিশ সুপার সুমন রেজা বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।