কুষ্টিয়ায় জুমার নামাজের পর মিছিল করার চেষ্টার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া শহরতলির কুমারগাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লায় সাম্প্রতিক ঘটনার জেরে কুমারগাড়া এলাকায় স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ শেষে কয়েকজন ব্যক্তি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ সেখানে গেলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে তিনজনকে সেখান থেকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া গেলে তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আজ সকাল থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন মসজিদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে।