কুমিল্লার আর্মি মেডিকেল কলেজে বইয়ের মোড়ক উন্মোচন

কুমিল্লার আর্মি মেডিকেল কলেজে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা
ছবি: সংগৃহীত

কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত আর্মি মেডিকেল কলেজে ‘দ্য এসেনশিয়ালস অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে কেক কেটে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির লেখক মেজর মোহাম্মদ মামুন উর রশিদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ফারহানা ইয়াসমিন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিল্লুর হক, মেডিসিন বিভাগের ডিন ব্রিগেডিয়ার জেনারেল নীলিমা আক্তার, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ কে এ মান্নান, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান কর্নেল কাজী আসকার লতিফ, অ্যাডমস ৩৩ ইনফ্যান্টি বিভাগের কর্নেল আবদুল হামিদ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর বিক্রয় ব্যবস্থাপক আবদুল কাদের, ব্যবস্থাপক (মেডিকেল অ্যাফেয়ার্স) মুরাদ হোসেন ও ডেপুটি সেলস ম্যানেজার সাফাক হোসেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ বলেন, এটি রেডিওলজির ওপর ভালো বই। চিকিত্সাবিজ্ঞানের শিক্ষার্থীদের কাজে লাগবে বইটি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলা হয়, স্বাধীনতার পর দেশে রেডিওলজির ওপর লেখা এটিই প্রথম বই।

উল্লেখ্য, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশ করা হয়েছে।