কিশোরগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় আরও একজন কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত দুজন হলেন ওই গ্রামের আবুল কালাম (৪০) ও পাশের কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের জুয়েল মিয়া (২৬)। এ ঘটনায় আহত রতন মিয়াকে (২২) কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ফসলের মাঠে ওই তিন কৃষক কাজ করছিলেন। এর মধ্যে বেলা সাড়ে ১১টায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কৃষকের মৃত্যু হয়।