কিশোরগঞ্জে আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড–১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৮০০ ছাড়াল। গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া প্রতিবেদনের বরাত দিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ জন, করিমগঞ্জে ১২, পাকুন্দিয়ায় ২, কটিয়াদীতে ১, কুলিয়ারচরে ২, ভৈরবে ১৬, বাজিতপুরে ৪, ইটনায় ৩ ও মিঠামইনে ১ জন রয়েছেন। নতুন ৫২ জনসহ জেলার ১৩টি উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৮১৩। নতুন করে সুস্থ হয়েছেন ১৫ জন। আর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৭ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) ও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।