বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৬)। তিনি সোনাতলা উপজেলার ভেলুরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাঠমিস্ত্রি ছিলেন।
থানা-পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার কাজ করতে নওগাঁয় গিয়েছিলেন। সেখান থেকে একটি মোটরসাইকেলে চেপে নওগাঁ থেকে বগুড়ার সোনাতলায় ফিরছিলেন। মোটরসাইকেলে চালক ছাড়াও দুজন আরোহী ছিলেন। আবুল কালাম পেছনে বসেছিলেন। পথে নওগাঁ-বগুড়া মহাসড়কের কাহালু উপজেলার মুরইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ বলেন, তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক শনাক্ত করা যায়নি।