কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু, কর্তৃপক্ষ বলছে আত্মহত্যা

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ বলছে, ওই কয়েদি আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া কয়েদির নাম গোলাম মোস্তফা (৩১)। কারাগারে তাঁর কয়েদি নম্বর ৫০৪৫। তিনি মাদারীপুরের শিবচর থানার উতরাইল এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঢাকার ডেমরা থানায় করা মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২১ সালের ১১ জুলাই তাঁকে কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এ কারাগারে তিনি কনডেম সেলে বন্দী ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল বলেন, মঙ্গলবার বিকেলে শৌচাগারের ভেতরে গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় পায়জামার ফিতা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গোলাম মোস্তফা। বিষয়টি বুঝতে পেরে তাঁর সঙ্গে থাকা অপর দুই কয়েদি গুরুতর অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।