ফার্নেস তেল খালাস করে ফেরার পথে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তেল বহনকারী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলা বোয়ালখালী ও পটিয়ার হাজারো মানুষ নগরে যাতায়াত করেন।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাওয়ার প্ল্যান্টের ফার্নেস তেল খালাস করে দোহাজারী থেকে ট্রেনটি চট্টগ্রাম শহরে ফিরছিল। কালুরঘাট সেতুতে ওঠার পর একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিনসহ সামনের ওয়াগনগুলো রাতে সরিয়ে নেওয়া হয়েছে। লাইনচ্যুত ওয়াগনটি সরানোর কাজ চলছে।
রাত ১১টার সময় দুই পাশে বেশ কিছু যানবাহন পারাপারের জন্য অপেক্ষায় ছিল। বাধ্য হয়ে অনেকেই নৌকা দিয়ে পার হয়েছেন। কেউ কেউ সেতুর ওপর হেঁটে পার হয়েছেন। মো. আকবর নামের এক যাত্রী চট্টগ্রাম শহর থেকে রাতে শাকপুরা যাচ্ছিলেন। তবে ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে বিপদে পড়েন। আকবর বলেন, নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন তিনি। রাতে চাকরি শেষ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু কালুরঘাট সেতুতে গিয়ে আটকে যেতে হয়। ট্রেন লাইনচ্যুতির কারণে গাড়ি আর সামনে এগোতে পারেনি। পরে নৌকা দিয়ে তিনি কর্ণফুলী নদী পার হয়েছেন।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, খবর পেয়ে একটি হাইড্রোলিক টুল ভ্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।