রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বান্দরবান-রাঙামাটি সড়কের রাজস্থলী এলাকা থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হাতিমারা এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের স্থানীয় চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক প্রবীর খিয়াং বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত সোলাইমান নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।