কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চেওরাইট এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনায় আহত তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে দুর্ঘটনা ঘটে। এর পর থেকে আহত ব্যক্তিরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন করে নারী ও শিশু রয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রফিকুল ইসলাম। একই দুর্ঘটনায় আহত আরও দুজন এই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, চেওরাইট ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন বাসটি রাজদূত পরিবহনের বলে জানিয়েছেন। এ ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান।

চেওরাইট এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম মুঠোফোনে বলেন, সকাল আটটার দিকে সড়কের একটি স্থানে লোকজনের জটলা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার পাশে গুরুতর আহত অবস্থায় পাঁচজন পড়ে আছেন। স্থানীয় লোকজনের ভাষ্য, অটোরিকশাটি ঈদের যাত্রী বহন করছিল। রাজদূত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক আছে।