কাউখালীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ

পিরোজপুর জেলার মানচিত্র
পিরোজপুর জেলার মানচিত্র

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেয়েটির বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা কাউখালী থানায় গতকাল বৃহস্পতিবার নিয়ামত উল্লাহ শেখ (২২) নামে এক তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। নিয়ামত উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। স্কুলছাত্রীর বাবাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওই স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নিয়ামত প্রায়ই উত্ত্যক্ত করতেন। মেয়েটি এ ঘটনা তার পরিবারকে জানায়। গত বুধবার সন্ধ্যায় নিয়ামত উল্লাহ শেখের কাছে মেয়েকে উত্ত্যক্ত করার কারণ জানতে চান ওই ছাত্রীর বাবা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিয়ামত উল্লাহ ক্ষিপ্ত হয়ে মেয়েটির বাবাকে পিটিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গতকাল রাতে মেয়েটির মা বাদী হয়ে কাউখালী থানায় ওই লিখিত অভিযোগ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে মেয়েটির মা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।