কাউখালীতে পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু

অপমৃত্যু
প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া জেলের নাম সুশীল দাস (৫০)। তাঁর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার কদমবাড়ি গ্রামে।

মৃত সুশীল দাসের সঙ্গে থাকা অন্য জেলেদের বরাত দিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বানারীপাড়া উপজেলার কদমবাড়ি গ্রামের একদল জেলে সুন্দরবন থেকে মাছ শিকার করে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। আজ দুপুরে বাড়ি যাওয়ার পথে নৌকায় পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পর তিন জেলে অসুস্থ হয়ে পড়েন। বেলা দেড়টার দিকে তাঁদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় সুশীল দাস নামের এক জেলে মারা যান। অন্য দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন হোসেন বলেন, ‘অসুস্থ জেলেরা আমাদের জানিয়েছেন, তাঁরা পটকা মাছ খেয়েছেন। পটকা বিষাক্ত মাছ। ধারণা করা হচ্ছে, পটকা মাছের বিষক্রিয়ায় সুশীল দাস মারা গেছেন।’