চট্টগ্রামের হাটহাজারীতে কাঁঠাল কাটা নিয়ে তর্কাতর্কির জেরে মর্জিনা আকতার (৪৫) নামের এক গৃহকর্ত্রীকে গৃহকর্মী দা দিয়ে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকার লাল মিয়া কেরানি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহকর্ত্রী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা মো. শহিদুল ইসলামের স্ত্রী। শহিদুল ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। পরিবার নিয়ে লাল মিয়া কেরানি বাড়ি এলাকার একটি ভবনে ভাড়ায় থাকেন। ঘটনার পর গৃহকর্মী সঞ্চিতা চাকমাকে (৩৫) আটক করেছে পুলিশ। অভিযুক্ত সঞ্চিতা রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে গৃহকর্ত্রী মর্জিনা আকতার গৃহকর্মী সঞ্চিতাকে একটি কাঁঠাল কেটে দিতে বলেন। তাতে অস্বীকৃতি জানান গৃহকর্মী। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সঞ্চিতা গৃহকর্ত্রী মর্জিনার মাথায় দা দিয়ে কয়েকটি কোপ দেন। এতে গুরুতর আহত হন মর্জিনা। পরে প্রতিবেশী ও মর্জিনার স্বামী স্কুল থেকে এসে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গৃহকর্মী সঞ্চিতাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।