চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ওই যুবকের নাম আশিকুর রহমান ওরফে সোহান (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে। আশিকুর স্থানীয় বিকাশ এজেন্ট হিসেবে কাজ করেন। আর নির্যাতনের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ জানান, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মল্লিকপুর বাজারের বিকাশের এজেন্ট আশিকুর রহমানের দোকানে টাকা তুলতে আসেন ওই কলেজছাত্রী। একপর্যায়ে ওই ছাত্রীকে আশিকুর রহমান বলেন, ‘মোবাইলে মেসেজ এসেছে, কিন্তু টাকা আসেনি।’ এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই ছাত্রী টাকা না তুলেই ফিরে যাচ্ছিলেন। ওই ছাত্রীকে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আশিকুর প্রায় এক কিলোমিটার দূর থেকে তাঁকে ধরে এনে দোকানের সামনে খুঁটিতে বেঁধে রাখেন। এ সময় ওই কলেজছাত্রীকে কিল-ঘুষিও মারা হয়েছে। খুঁটিতে বেঁধে রাখার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে শনিবার দুপুরে নাচোল থানায় করেন। সেই মামলায় আশিকুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাচোল থানার পরিদর্শক আবদুল হান্নান বলেন, বিষয়টি পুলিশের নজরে এলে শুক্রবার রাত ১০টার দিকে দোকানের পাশ থেকে অভিযুক্ত আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।