করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫) আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় মারা গেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার থেকে জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা জামাল প্রথম আলোকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তফা জামাল বলেন, মোরশেদুল আলমকে বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর হার্টের সমস্যা ছিল বলে তিনি জানান।
মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। চারদিন আগে মোরশেদুল আলমসহ ওই পরিবারের ছয়জনের করোনা শনাক্ত হয়। পরিবারের আরও এক সদস্য জেনারেল হাসসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।