নাটোরে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর শ্বাসকষ্টে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার নাম বিশ্বনাথ সরকার (৬৩)। তিনি নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। বিকেলে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়েছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, প্রায় দুই সপ্তাহ আগে মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সরকার নাটোর সদর হাসপাতালে নমুনা দিলে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার আগে তাঁর করোনা নেগেটিভ আসে বলে জানান স্বজনেরা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বলেন, প্রায় তিন বছর আগে বিশ্বনাথ সরকার অবসরে যান। তিনি নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।