কিশোরগঞ্জে আরও তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ৫ এপ্রিল জেলার করিমগঞ্জের মুসলিমপাড়া গ্রামে করোনায় মারা যাওয়া ব্যক্তির মা, স্ত্রী এবং ভাইয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান।
এর আগে শুক্রবার জেলায় ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
শনিবার আইইডিসিআর থেকে পাঠানো প্রতিবেদনে ওই তিনজনের শরীরে পজিটিভ এসেছে। ঢাকায় মুদির ব্যবসা করা ওই ব্যক্তি বাড়িতে এসে সপ্তাহখানেক পর মারা যান। এরপর মৃত ব্যক্তির বাড়ির আশপাশসহ উপজেলার দুটি ইউনিয়নকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এখনো জেলার ৪৯ জনের নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে। এর আগে শুক্রবার আইইডিসিআর থেকে ছয়জনের করোনা শনাক্তের প্রতিবেদন আসে। ফলে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তি ছাড়া মোট নয়জনের করোনা শনাক্ত হলো।