কবুতর ধরতে গিয়ে আটক গন্ধগোকুল, পরে অবমুক্ত

নাটোরের সিংড়া উপজেলার সোনাপাতিল গ্রামে উদ্ধার হওয়া গন্ধগোকুল।
প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলার সোনাপাতিল গ্রামের কবুতরের খাঁচা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে প্রাণীটি উদ্ধারের পর পরিবেশবাদীদের সহযোগিতায় বিকেলে একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাপাতিল গ্রামের একটি কবুতরের খাঁচায় কবুতর ধরতে যায় গন্ধগোকুলটি। এ সময় স্থানীয় লোকজন প্রাণীটিকে আটক করেন। খবর পেয়ে পরিবেশবাদীরা গ্রামের তরুণদের হাত থেকে প্রাণীটিকে রক্ষা করেন। পরে উপজেলা প্রশাসন প্রাণীটি উদ্ধার করে বন বিভাগকে জানায়। রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শে প্রাণীটিকে বিকেলে স্থানীয় একটি কবরস্থানের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

নাটোরের সিংড়ায় উদ্ধার হওয়া গন্ধগোকুলটি অবমুক্ত করা হচ্ছে। সোমবার বিকেলে সিংড়ার সোনাপাতিল গ্রামে।

পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়ভাবে এটি খাটাশ, গাঁড়া বা গাঁবড়া বলেও পরিচিত। গন্ধগোকুল হিংস্র না। মাংসাশী এ প্রাণী মাছ, ইঁদুর, ব্যাঙ, হাঁস-মুরগি শিকার করে জীবন ধারণ করে। এরা পরিবেশের জন্য উপকারী।

সিংড়া উপজেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ জানান, এই প্রাণী এখন প্রায় বিলুপ্ত। তাই উদ্ধার করা প্রাণীটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।