ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম খায়েরুল ইসলাম (২০)।
তিনি হবিগঞ্জ সদর উপজেলার জহিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খায়েরুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা।
ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশের সার্জেন্ট সোহেল মিয়া আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহত খায়েরুল ও তাঁর ভগ্নিপতি সৈয়দ রফিকুন নবী তিন দিন আগে হবিগঞ্জ থেকে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে কক্সবাজারে যান। গতকাল রাতে তাঁরা কক্সবাজার থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন।
রাত প্রায় দেড়টার দিকে খায়েরুলরা ফেনী সদরের ফাজিলপুরে মুহুরি নদীর ওপর নির্মিত সেতুর কাছে পৌঁছান।
সেতুর ওপর ওঠার মুহূর্তে মোটরসাইকেলে সৈয়দ রফিকুনের পেছনে বসা খায়েরুল ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে খায়েরুলকে মৃত ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন রফিকুন নবী। তাঁকে তখন বলতে শোনা যায়, ‘শ্যালককে বেড়াতে কক্সবাজার নিয়ে গেলাম। এখন তাঁর লাশ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। বাড়িতে গিয়ে কী উত্তর দেব।’
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, আহত খায়েরুলকে হাসপাতালে আনার আগে মারা যান।
মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশের সার্জেন্ট সোহেল মিয়া বলেন, খায়েরুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।