এক দিনে জামালপুর জেলায় নতুন করে এক চিকিৎসক, ছয়জন স্বাস্থ্যকর্মীসহ ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান এসব তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে আজ পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে ২২ জনের করোনা পজিটিভ আসে। তাঁদের মধ্যে জামালপুর সদরে ৪ জন, ইসলামপুরে ১১ জন, মেলান্দহে ৫ জন ও মাদারগঞ্জ উপজেলায় ২ জন রয়েছেন।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন করে জেলায় আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। আগের আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ায় তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ আসে।