লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগল একসঙ্গে আটটি ছানা জন্ম দিয়েছে। আর এসব ছানা দেখতে আশপাশের এলাকার উৎসুক মানুষ ভিড় করছে। শনিবার উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে কৃষক মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, কৃষক মোসলেম উদ্দিনের পোষা ছাগল শনিবার দুপুরে আটটি ছানা প্রসব করে। সব কটি ছানা সুস্থ ও স্বাভাবিক আছে। এ খবর ছড়িয়ে পড়লে ছাগলের ছানাগুলো দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে।
এ ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা জীবনে কোনো দিন ছাগলের আটটি ছানা হওয়ার কথা শোনেননি ও দেখেননি। একটি ছাগল সাধারণত দুই থেকে তিনটি ছানা জন্ম দেয়। কখনো কখনো চারটি ছানা হওয়ার কথাও শোনা যায়। কিন্তু এখানে এসে তাঁরা এক ছাগলের আটটি ছানা দেখে বিস্মিত হয়েছেন।
ছাগলের মালিক মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার গৃহপালিত একটি বকরি ছাগল আটটি ছানা জন্ম দিয়েছে। এটি আল্লাহর অশেষ রহমত। বর্তমানে ছাগলের সব ছানা স্বাভাবিক ও সুস্থ আছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পরামর্শ ও সহযোগিতা পেলে ছানা আটটি হয়তো বড় হয়ে উঠতে পারে।’
হাতীবান্ধা উপজেলা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, এক ছাগলের আটটি ছানা হওয়ার খবর তিনি শুনেছেন। তবে এমন খবর তিনি এর আগে শোনেননি। এ বিষয়ে তিনি বলেন, প্রাণীর ডিম্বাশয় থেকে যদি অনেক ডিম্বপাত হয়, সে ক্ষেত্রে ওই প্রাণী থেকে একাধিক ছানার জন্ম হয়।