শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও চেতনা ’৭১ ভাস্কর্য হয়ে আবার উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়
আন্দোলনকারীরা ‘বকুল ফুল, বকুল ফুল, ভিসি তুমি করেছ ভুল’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগান শুনে অনেক শিক্ষার্থী হল থেকে বেরিয়ে মিছিলে যোগ দেন।
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলা এ আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বেড়েছে। দাবি আদায়ে শিক্ষার্থীদের একাংশ গতকাল দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রাখেন।
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাঁদের আন্দোলনের অষ্টম দিন গতকাল সিলেট শহরে একাধিক সংগঠন কর্মসূচি পালন করেছে। এতে ওই আন্দোলন আরও জোরালো হয়েছে।
আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে হলের ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
রোববার বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।