প্রথম আলোর প্রয়াত যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের স্মরণে বরিশালের উজিরপুরে সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আজ মঙ্গলবার অনুষ্ঠিত স্মরণসভায় উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ও সাংবাদিকেরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শবান সাংবাদিক। দিন দিন সাংবাদিকেরা সমাজে মর্যাদা হারাচ্ছেন। সাংবাদিকতা আস্থা হারাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে মিজানুর রহমান খানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। তাঁর মতো দায়িত্বশীল ও সুসাংবাদিকতার চর্চা করতে হবে।
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত স্মরণসভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জহির খান। মিজানুর রহমানের কর্মময় জীবনের নানা দিক নিয়ে বক্তব্য দেন মিজানুর রহমান খানের স্বজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান খান, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ, উজিরপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. নুরুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক ওমর আলী প্রমুখ।
সভা শেষে বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের আত্মার শান্তি কামনা করে দোয়া–মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উজিরপুর মুসলিমপাড়া জামিয়া কারিয়ানা মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা মো. নাসির উদ্দিন।