উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গা দুর্বৃত্ত ও রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছেন ৮ ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত ভোররাতে উখিয়া উপজেলার শফিউল্লাহ কাটা ও কুতুপালং এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৪ জন হলেন উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের এ/ ৪ ব্লকের বাসিন্দা মো. শফিক উল্লাহ, একই ক্যাম্পে বি/ ২–এর রহমত আলী, ১৪ নম্বর ক্যাম্পের এ/ ৩ ব্লকের আরাফাত উল্লাহ, একই ক্যাম্পের বি/ ১ ব্লকের মো. ইউনুস, একই ক্যাম্পে এ/ ২ ব্লকের মো. নুর কবির, ২ নম্বর ক্যাম্পের ইস্ট ডি/ ১ ব্লকের কামাল হোসেন, ১ নম্বর ক্যাম্প ইস্ট ই/ ৫ ব্লকের মোহাম্মদ জোবায়ের, একই ক্যাম্পের ই/ ৫ ব্লকের শরীফ হোসেন, ৩ নম্বর ক্যাম্পের এ/ ৭ ব্লকের মো. ইউনুস, ১১ নম্বর ক্যাম্পের সি/ ১৫ ব্লকের নূর হাসান, ৪ নম্বর ক্যাম্পের এ/ ১৪ ব্লকের মোহাম্মদ নাঈম, একই ক্যাম্পের এ/ ৭ ব্লকের ফয়েজুল ইসলাম, ১ নম্বর ক্যাম্প ইস্ট এস/ ৪ ব্লকের আহমদ হোসেন ও ২ নম্বর ক্যাম্প ইস্ট বি/ ৯ ব্লকের ইউসুফ নবী। তাঁরা সবাই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ রক্ষা করতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন।
এপিবিএন পুলিশের ভাষ্যমতে, এসব রোহিঙ্গারা ক্যাম্পে অবস্থান করে ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ১৪ জন বিভিন্ন সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য।

বেলা সাড়ে তিনটার দিকে খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার দিবাগত ভোররাতে পাঁচজনকে আটক করতে সক্ষম হলেও আরও ১০-১২ জন ডাকাত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাতটি কাঠের বাঁটযুক্ত বিভিন্ন সাইজের দা, একটি কাঠের বাঁটযুক্ত ছুরি, লোহার পাত ও রড দিয়ে বানানো তিনটি ডাকাতির সরঞ্জামসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, আজ শুক্রবার রাতের অভিযানে বিভিন্ন ধরনের ছয়টি ধারালো লম্বা দাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প–সংশ্লিষ্ট এলাকায় এপিবিএন পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে গত কয়েক দিনে ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ধারালো অস্ত্রসহ ৩৮ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার ওই ১৪ জন রোহিঙ্গাকে বিকেলে কক্সবাজার বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।