উখিয়ায় সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজারের উখিয়ায় জোয়ারের পানিতে সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ দুপুরে উখিয়ার পাটুয়ারটেক সমুদ্রসৈকতে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ রোববার দুপুরের দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক সমুদ্রসৈকতে মৃত ডলফিনটি ভেসে আসে।

ডলফিনটির শরীরে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। সন্ধ্যার দিকে একই জায়গার বালিয়াড়িতে সেটি পুঁতে ফেলা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরওয়ার আলম বলেন, আজ দুপুরের দিকে জোয়ারের পানিতে পাটুয়ারটেক সমুদ্রসৈকতে ডলফিনটি ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা সৈকতের বালিয়াড়িতে মৃত ডলফিনটি পড়ে থাকতে দেখেন।

সরওয়ার আলম আরও বলেন, ডলফিনটির শরীরে পচন ধরেছে। সেটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির শরীরে পচন ধরায় কোন প্রজাতির শনাক্ত করা সম্ভব হয়নি। তারপরও ডলফিনটির ছবি তুলে রাখা হয়েছে। প্রজাতি শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে, তা–ও নিশ্চিত করতে পারেননি। সন্ধ্যার দিকে একই স্থানে বালিয়াড়িতে ডলফিনটি পুঁতে ফেলা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উখিয়ার পাটুয়ারটেক সমুদ্রসৈকতে ডলফিন ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে পর্যটক ও স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান।