উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে আবার আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সোমবার বিকেল ৪টার দিকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত একটি রোহিঙ্গা শিবিরে আবার আগুন লেগেছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে বালুখালী ৪ নম্বর ক্যাম্পে একটি ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন,‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা পরে বিস্তারিত জানাব।’

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ করছেন। বিকেল পাঁচটা পর্যন্ত কত ঘর পুড়েছে, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অগ্নিকাণ্ডে পুড়ছে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প

ওই শিবিরের বাসিন্দা আমির হোসেন ও নুর মোহাম্মদ জানান, বালুখালী রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উখিয়ার কুতুপালং ৭ নম্বর শিবিরের কাঁটাতারের বাইরে উখিয়া-টেকনাফ সড়কের পশ্চিম পাশে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যায়। ৯ জানুয়ারি উখিয়ার একটি শরণার্থীশিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছে।

এ ছাড়া ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর শিবিরের জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের আইসোলেশন সেন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে ১৫ রোহিঙ্গা মারা যায়। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।