কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সায়লু। তাঁর নেতৃত্বে তুরস্কের এই প্রতিনিধিদলে রয়েছেন আরও অন্তত ১৯ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের প্রতিনিধিদলটি উখিয়ার কুতুপালং ৯ নম্বর ক্যাম্পে পৌঁছে সেখানকার তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষ রোপণ করেন।
এরপর রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক, উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও ক্যাম্পে তুরস্কের বিভিন্ন সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পরিদর্শন শেষে বেলা আড়াইটার দিকে ঢাকায় ফিরবে তুরস্কের এই প্রতিনিধিদল।
এর আগে আজ সকাল আটটার দিকে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সোলাইমান সায়লু। বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও তুরস্ক দূতাবাস বাংলাদেশের কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে সড়কপথে প্রায় ৩৪ কিলোমিটার দূরের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছে তুরস্কের প্রতিনিধিদলটি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা আড়াইটায় বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে ঢাকায় পৌঁছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর আজ রাতেই এক দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।