কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি গুলি ও এক হাজার ইয়াবা উদ্ধার করেছেন কক্সবাজার–১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটায় উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়েছে। কক্সবাজার-১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাঈমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার এক রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো একটি গুলিভর্তি ওয়ান শুটারগান, আরও তিনটি গুলি ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অস্ত্র, গুলি ও ইয়াবাগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।