ইউপি চেয়ারম্যানের টিকা পুশের ছবি ভাইরাল, পরে দাবি ‘অভিনয়’

কুমিল্লার হোমনার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম এক নারীকে করোনার টিকা পুশ করেন। এ ছবি ছড়িয়েছে ফেসবুকে
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল শনিবার মধ্যরাত থেকে ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

চেয়ারম্যান কামরুল ইসলামের দাবি, তিনি টিকা পুশ করেননি। জনসচেতনতা বাড়াতে ‘অভিনয়’ করে দেখিয়েছেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই কারণে রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ আগস্ট কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সিনোফার্মের টিকা দেওয়া হয়। ওই দিন চেয়ারম্যান এক নারীর হাতে নিজেই টিকা পুশ করেন বলে অভিযোগ ওঠে। গতকাল শনিবার রাত থেকে টিকা পুশ করার ছবিটি বিভিন্নজন ফেসবুকে শেয়ার করেন। এরপর তা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুমন দে বলেন, ফেসবুকের ছবিটি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও নিবন্ধনধারী স্বাস্থ্যকর্মী ছাড়া কোনো ব্যক্তি কাউকে টিকা দিতে পারেন না।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, এ ঘটনায় ওই ইউনিয়নের স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত জানার পর ব্যবস্থা নেওয়া হবে।

৯ আগস্ট কুমিল্লা নগরের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন নিজ কার্যালয়ে ডেকে নিয়ে নিজের অনুসারী অন্তত ১০০ জনকে টিকা পুশ করেন। এ নিয়ে এখনো তদন্ত চলছে। আগামী মঙ্গলবার ওই তদন্তের প্রতিবেদন দেওয়ার কথা।