কুমিল্লায় ইকবাল মাহমুদ

আ.লীগ ভোটের অধিকারের পর মানুষের ভাতের অধিকারও কেড়ে নিয়েছে

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার বিকেলে কুমিল্লার ধর্মসাগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ ভোটের অধিকারের পর মানুষের ভাতের অধিকারও কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। আজ সোমবার বিকেলে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলার ধর্মসাগর দিঘির দক্ষিণ পাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকারের পর এবার মানুষের ভাতের অধিকারও কেড়ে নিয়েছে। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সয়াবিন তেল, চাল ও পেঁয়াজের দাম বেড়েছে। গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও বেড়েছে। বাজারে সব ধরনের পণ্যের এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি দেশের সব ক্রান্তিকালে জনগণের পাশে ছিল। বিএনপিকে জনগণই ম্যান্ডেট দিয়ে সরকারে বসায়। আর আওয়ামী লীগ দেশ-বিদেশে দেশের এবং সরকারি বাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে।

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার বিকেলে কুমিল্লার ধর্মসাগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিঞা, সহসাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক, সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সকিনা বেগম ও সাধারণ সম্পাদক সাবেরা আলাউদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সারওয়ার জাহান ভূঞা।