ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এ কারণে এদিন শহরের বিভিন্ন এলাকায় রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বুধবার জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের চলাচল নির্বিঘ্ন করতে শহরের প্রবেশমুখ ভাঙ্গা রাস্তার মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া ফরিদপুর রেলস্টেশন রেলক্রসিং এলাকা, টেপাখোলা সোনালী ব্যাংকের মোড়, লালের মোড় ও কমলাপুর চাঁদমারী এলাকার পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ভারী যান চলাচল বন্ধ থাকবে। আগত ব্যক্তিরা কমলাপুর গণপূর্ত ভবনের সামনের রাস্তা, ঝিলটুলী পানির ট্যাংক মোড়, চাঁদনীর বিউটি পারলারের সামনের রাস্তা, আলাউদ্দিন কমিউনিটি সেন্টার ও অফিসার্স ক্লাবের সামনের রাস্তা দিয়ে হেঁটে সম্মেলনস্থলে যেতে পারবেন।
পুলিশ মো. আলিমুজ্জামান বলেন, এই নিষেধাজ্ঞা শুধু বাস, ট্রাক, মাহেন্দ্র, ইজিবাইকে করে সম্মেলনে আসা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ নাগরিক, অফিস-আদালতে আসা ব্যক্তি এবং স্কুল-কলেজে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে না।