আ.লীগের এক সিরাজুল ‘আউট’, অন্য সিরাজুল ‘ইন’

সিরাজুল ইসলাম ওরফে বুলু এবং সিরাজুল ইসলাম (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

ঘোষণার এক দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। মেয়র পদে এখন নৌকা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম ওরফে বুলুর পরিবর্তে সিরাজুল ইসলাম নির্বাচন করবেন। আজ সোমবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে নতুন করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল রোববার মনোনয়ন পাওয়া সিরাজুল ইসলাম ওরফে বুলু ছিলেন ক্ষেতলাল পৌরসভার সাবেক মেয়র।

দলীয় মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে আজ বেলা আড়াইটার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, সাবেক পৌর মেয়র সিরাজুল ইসলাম ওরফে বুলুর পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন। আজ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন তাঁরা হাতে পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড থেকে ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে সিরাজুল ইসলাম ওরফে বুলুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পাওয়ার পর আজ সকালে তিনি ঢাকা থেকে এলাকায় ফিরছিলেন। তাঁর কর্মী-সমর্থকেরা শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাঁকে অভ্যর্থনা জানাতে কালাই উপজেলা সদরে যান। এরপর তিনি মোটরসাইকেলের বহর নিয়ে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে আসেন। তখন মেয়র পদে দলীয় মনোনয়ন পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে। এতে সিরাজুল ইসলাম ওরফে বুলুর কর্মী-সমর্থকেরা বিমর্ষ হয়ে পড়েন।

ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে আমাকে নৌকার মাঝি করেছেন। এ কারণে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’