আধিপত্য বিস্তারের জেরে টেকনাফে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে নুরুল হক ওরফে ভুট্টো (৩৫) নামের আত্মসমর্পণকারী এক ইয়াবা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে রোববার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভিপাড়ায় প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত নুরুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, টেকনাফ সদরের মৌলভিপাড়া এলাকার মোহাম্মদ একরাম ও আবদুর রহমানের সঙ্গে ইউপি নির্বাচনসহ নানা কারণে নুরুল হকের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় নুরুল হকের পথ রোধ করে একরাম ও আবদুর রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এরপর তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় নুরুল হকের ডান পায়ের হাঁটুর নিচ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁকে রক্ষা করতে গিয়ে অপর দুজনও আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। রাত পৌনে নয়টার দিকে চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছেন। নিহত ব্যক্তি একজন মাদক কারবারি ও একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, ২০১৬ সালে টেকনাফে বেসরকারি তিনটি টেলিভিশনের পাঁচ সংবাদকর্মীকে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হওয়া মামলায় ১ নম্বর আসামি ছিলেন নুরুল হক।