আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

অগ্নিকাণ্ডের ঘটনার পর সিদ্ধিরগঞ্জের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইপিজেডের ভেতরে একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সিদ্ধিরগঞ্জের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে লাইনে থাকা গ্যাস ও আশপাশের পাইপলাইন দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে।

পাইলিংকাজে জড়িত ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক উজ্জ্বল হোসেন জানান, সকাল থেকে তাঁরা পাইলিংয়ের কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ২০ ফুট মাটির গভীরে যাওয়ার পর হঠাৎ শোঁ শোঁ শব্দ হতে থাকে। এ সময় গ্যাসের সঙ্গে মাটি ও বালু বের হতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে যান।

ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক ইমরান মিয়া বলেন, শ্রমিকেরা পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে তাঁরা তাড়াতাড়ি কারখানা থেকে নিচে নেমে আসেন।

সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, তিতাসের পাইপলাইন ফেটে আগুন ধরার পর থেকে তাঁদের এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে।

তিতাস গ্যাস লাইনের আগুন হওয়ায় আগুনের শিখা দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপব্যবস্থাপনা পরিচালক ইমাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রধান পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। তবে লাইনে থাকা গ্যাস ও আশপাশের পাইপলাইন দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। তাঁরা পাইপলাইন মেরামত করার চেষ্টা করছেন।

আদমজী ইপিজেডের নিরাপত্তার দায়িত্বে থাকা পরিদর্শক মো. মুনসুর বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ১০ থেকে ১২টি কারখানায় কাজ চলছিল। এগুলোর মধ্যে কিছু কারখানায় শিপমেন্টের মালামাল প্রস্তুত ও মেইনটেন্যান্সের কাজ হচ্ছিল। সকালে আগুন লাগলে ইপিজেডের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আরেফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কাজ করেছে। এর পাশাপাশি রোবট মেশিন আনা হয়েছিল। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আদমজী ইপিজেডের সহকারী নির্বাহী পরিচালক হাসান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ইপিজেডের ভেতরে পলমল গ্রুপের হামজা ফ্যাশনে নামের প্রতিষ্ঠানটি গত কয়েকদিন ধরে খালি জায়গায় পাইলিংয়ের কাজ করছিল। সকালে পাইলিং করার সময় মাটির ২০ ফুট গভীরে তিতাসের পাইপ লাইন ফেটে যায়। তিতাসের পাইপ লাইনটি ইপিজেডের কোনো সংযোগ না। ওই পাইপ লাইনের ভাল্ব খুঁজে পেতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লেগেছে।