মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশ নেয় বিভিন্ন উপজেলার কিশোরীরা। গতকাল পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে
মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশ নেয় বিভিন্ন উপজেলার কিশোরীরা। গতকাল পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে

আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে পঞ্চগড়ের কিশোরীরা

স্টেডিয়ামের মাঠে সার বেঁধে দাঁড়ানো প্রায় ৫০০ কিশোরী। বেশির ভাগের পরনেই ‘ডো বক’। এই ডো বক হলো মার্শাল আর্টের বিশেষ পোশাক। গতকাল মঙ্গলবার এ পোশাকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে হাজির হয়েছিল কিশোরীরা। আত্মরক্ষায় তারা নেয় মার্শাল আর্ট প্রশিক্ষণ।

মুজিব বর্ষ উপলক্ষে আত্মরক্ষা ও ক্ষমতায়নে পঞ্চগড়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরীরা পাচ্ছে এ ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ। আয়োজন করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে এর উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আলীম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামসহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১ হাজার ৭০০ জন গরিব ও মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। সাইকেল পাওয়া কিশোরীদের ‘কন্যারত্ন’ স্বীকৃতি দিয়ে প্রজনন স্বাস্থ্য শিক্ষা সম্প্রসারণ ও বাল্যবিবাহ প্রতিরোধেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে ৫০০ জন মার্শাল আর্ট প্রশিক্ষণ পাচ্ছে। পরে তারাই বাকিদের এ প্রশিক্ষণ দেবে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন মার্শাল আর্ট প্রশিক্ষক ম্যাক ইউরি বজ্রমুনি ও ক্যাপ্টেন (অব.) শাহানাজ জাহান।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, কিশোরীদের মাধ্যমেই প্রজনন স্বাস্থ্যশিক্ষা সম্প্রসারণ ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এর মাধ্যমে কিশোরীরা বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে এবং স্বাস্থ্যসচেতন হয়ে সুস্থভাবে বেড়ে উঠবে।