ভারতের ত্রিপুরা রাজ্যের সরকার আগরতলা থেকে বাংলাদেশের কক্সবাজার পর্যন্ত বাস পরিষেবা চালুর পরিকল্পনা করছে। এ কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত সোমবার আগরতলায় রাজ্য বিজেপির সদর দপ্তরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে নির্মাণাধীন ফেনী সেতুর ওপর দিয়ে বাস কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। এর মাধ্যমে ত্রিপুরার লোকজনের এশিয়ার তথা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে যেতে খুব কম সময় লাগবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর সরকার ফেনী সেতু পর্যন্ত দেশটির জাতীয় মহাসড়ককে ‘গ্রিন করিডরে’ পরিণত করতে দুই ধারে গাছ লাগানোর পরিকল্পনা করেছে।