বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, গণতন্ত্র হরণের বিরুদ্ধে আপসহীন লড়াই করছেন, তাঁর বিরুদ্ধে একজন পুলিশ কমিশনার অশালীন মন্তব্য করেছেন। আমরা কোন দেশে বসবাস করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ওবাদুল কাদেরের বক্তব্য, হাসান মাহমুদের বক্তব্য ও একজন পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারে না।’
আজ বুধবার দুপুরে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ঝাউচর বালুর মাঠে সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
সম্মেলনে সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভা বিএনপির নেতাদের নাম ঘোষণা করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আজহারুল মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। পৌর বিএনপির সভাপতি হয়েছেন শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোতালেব মিয়া।
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্যসচিব মামুন মাহামুদ, সোনারগাঁ উপজেলা বিএনপি সদস্যসচিব মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।