আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ-সমাবেশ

শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ঘাটাইল উপজেলা থেকে মধুপুর উপজেলায় স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইলে
 ছবি: প্রথম আলো

শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার বা আইটি পার্ক টাঙ্গাইলের ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটির সদস্যসচিব আতিকুর রহমান, আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, সরকারি জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ মতিয়ার রহমান, কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আবু সাইদ রুবেল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, কলেজশিক্ষক মতিউর রহমান প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি হাইটেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনা মূল্যে বরাদ্দ দেওয়ার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়। ২০১৯ সালের ২৫ জুন গৌড়িশ্বর মৌজায় এক নম্বর খাস খতিয়ানের অকৃষি ১২ দশমিক ৭৭ একর জমি টাঙ্গাইল জেলা আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউভেশন সেন্টার বা হাইটেক পার্ক বা আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনিক্যাল পার্ক স্থাপনের জন্য নির্বাচন করা হয়। ভূমি মন্ত্রণালয় প্রতীকী মূল্য ১ লাখ ১ হাজার টাকা নির্ধারণ করে। সেই টাকা ওই বছরের ২৯ ডিসেম্বর ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করা হয়।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সরকারের পক্ষে জেলা প্রশাসক দীর্ঘমেয়াদি লিজ দলিল ও রেজিস্ট্রির মাধ্যমে ওই জমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বরাবর হস্তান্তর করেন। শেষ মুহূর্তে একনেকের সভায় অর্থ ছাড় দেওয়া হয়েছে ঘাটাইলের পার্শ্ববর্তী উপজেলা মধুপুরের নামে। শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছেন ঘাটাইলবাসী। প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে করা হয়েছে সংবাদ সম্মেলন, ১৫ কিলোমিটার এলাকাজুড়ে করা হয় মানববন্ধন ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি।