অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

হাতকড়া
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য উত্তম সরকারকে (৩৮) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নিহত উত্তম সরকারের স্ত্রী শ্রাবন্তী সরকার বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অর্ধেন্দু মল্লিক (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে হত্যা মামলার আসামি অর্ধেন্দু মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।

গ্রেপ্তার অর্ধেন্দু মল্লিক উপজেলার ফুলেরগাতী গ্রামের বাসিন্দা। তিনি ইউপি নির্বাচনে উত্তম সরকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সুন্দলী ইউপি নির্বাচনে উত্তম সরকার বেসরকারিভাবে নির্বাচিত হন।

গত সোমবার রাত সোয়া আটটার দিকে অভয়নগর উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উত্তম সরকারকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। উত্তম সরকার উপজেলার হরিশপুর গ্রামের অশান্ত সরকারের ছেলে। গতকাল সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনা হয়। এরপর রাতে স্থানীয় শুড়িরডাঙ্গা শ্মশানে লাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।