নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেটসংলগ্ন রেলক্রসিংয়ে রোববার বাস–ট্রন সংঘর্ষ হয়
নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেটসংলগ্ন রেলক্রসিংয়ে রোববার বাস–ট্রন সংঘর্ষ হয়

না.গঞ্জে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

অবৈধ ক্রসিং, দখলে বাড়ছে দুর্ঘটনা

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট ব্যস্ততম এলাকা। সেখানে রেললাইন পারাপারে বৈধ লেভেল ক্রসিং ও গেটম্যান দুই–ই আছে। তারপরও গত রোববার সন্ধ্যায় বাস–ট্রেনের সংঘষে৴ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধে৵ একজন বাসযাত্রী, অন্যরা পথচারী। এ ঘটনার পেছনে যেসব কারণ, তার মধে৵ রেললাইনের দুই পাশ দখল ও যানজট অন্যতম বলে মনে করছেন স্থানীয় লোকজন।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বৈধ ক্রসিংয়ের চেয়ে অবৈধর সংখ্যাই বেশি। ঝুঁকি নিয়ে এসব অবৈধ ক্রসিং দিয়ে যানবাহন ও লোকজন পারাপার হয়। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

রোববারের দুর্ঘটনাস্থল ১ নম্বর রেলগেট এলাকায় গতকাল সোমবার সরেজমিনে দেখা গেল, রেলওয়ের নিরাপত্তাকর্মী মো. রেজাউল বারবার বাঁশি ফুঁকে লোকজনকে ট্রেন আসছে বলে সতর্ক করছেন। বেলা তখন ১১টা ৪০ মিনিট। তাঁর সঙ্গে ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল যানবাহনের জটলা থেকে গাড়িগুলোকে সরিয়ে রেলপথ ফাঁকা করার কাজে ব্যস্ত। এরই মধ্যে ক্রসিংয়ের প্রতিবন্ধক দুটি নামানো ছাড়াই ১১টা ৪৭ মিনিটে একটি ট্রেন ওই স্থান অতিক্রম করে।

সর্বশেষ দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ট্রেন আসার আগে ক্রসিংয়ের গেট না নামানো ও ট্রেনের দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, প্রতিদিন এ রেললাইনের দুই পাশের ফুটপাতে অবৈধভাবে ফল ও তরকারিসহ নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অন্যদিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে দোকানগুলো থেকে কেনাকাটা সারেন লোকজন।

১ নম্বর রেলগেট এলাকার নবাব সিরাজউদ্দৌলা সড়কে দ্বিগুবাবুর বাজার। ব্যস্ততম এ সড়কটি দখল করে মালামাল ওঠানো-নামানো ও ফুটপাত দখলের কারণে সব সময় যানজট লেগে থাকে। এ ছাড়া এর কাছাকাছি নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাইস্কুলের অবস্থান। রেললাইনের দুই পাশ ও পাশের ফুটপাতে অবৈধ দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়।

রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মোকলেছুর রহমান প্রথম আলোকে বলেন, বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও আবারও তাঁরা বসে পড়েন।

নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রতিনিধি, ঢাকা মেডিকেল জানান, নারায়ণগঞ্জে বাস–ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪। রোববার দুর্ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার পর গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেজবাহ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি মারা যান। রোববার রাতে সাব্বির নামে এক শিশু মারা যায়।