কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খননযন্ত্রের ২০০ ফুট পাইপ নষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
ওই ইউপি সদস্যের নাম হুমায়ুন কবির। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তাঁর বাড়ি টাকুই গ্রামে।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আসছেন ইউপি সদস্য হুমায়ুন কবির। খবর পেয়ে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা জানান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ূন কবির দোষ স্বীকার করায় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই সঙ্গে মাটি উত্তোলনের জন্য ব্যবহৃত আনুমানিক ২০০ ফুট পাইপ নষ্ট করা হয়।