দুই কৃষকের বিষপান

অপারেটর সাখাওয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিষপানে দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার রাজশাহীর গোদাগাড়ীর গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন
ফাইল ছবি: প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামে দুই সাঁওতাল কৃষকের বিষপানে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার রাজশাহীর একটি আদালত এ আদেশ দিয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামি সাখাওয়াত হোসেনের তিন দিনের রিমান্ড চেয়েছিলেন। আজ শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৭) ও তাঁর চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষপান করেন। এতে অভিনাথ সেদিনই মারা যান। রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত এ দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে হয়রানি করেছেন। এর প্রতিবাদে অভিনাথ ও রবি বিষপানে আত্মহত্যা করেন।

এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। এরপর গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষও (বিএমডিএ) আলাদা তদন্ত করলে সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে। গ্রেপ্তারের পর রোববার সাখাওয়াতের নিয়োগ বাতিল করেছে বিএমডিএ