গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকা থেকে অপহৃত কিশোরীর সন্ধান দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশেম টেক্সটাইল মিলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কিশোরীর সহপাঠী ও এলাকাবাসী। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপহৃত কিশোরীর স্বজন ও এলাকাবাসী জানান, আজ দুপুরে মেয়েটির সন্ধান ও অপহরণকারীদের বিচার দাবিতে এলাকাবাসী ও সহপাঠীরা আন্দোলনে নামেন। তাঁরা গাজীপুরের কাশেম টেক্সটাইল মিলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ অপহৃত মেয়েটিকে উদ্ধারে আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।
স্বজনেরা জানান, ১৫ ডিসেম্বর গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা শেষে বাসায় ফিরছিল। ছয়-সাতজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। এ সময় কয়েকজন এলাকাবাসী এগিয়ে এলে অপহরণকারীরা দুজনকে মারধর করে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। অপহরণের সাত দিন পার হয়ে গেলেও মেয়েটির কোনো হদিস মেলেনি।
এ ঘটনায় স্বজনেরা থানায় অভিযোগ করলেও আজ দুপুর পর্যন্ত মেয়েটির কোনো সন্ধান মেলেনি। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান বলেন, মেয়েটিকে উদ্ধারে পুলিশ, পিবিআই ও র্যাব সদস্যরা কাজ করছেন। ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশের তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ওই ছাত্রী প্রেমের সম্পর্কের সূত্র ধরে কারও সঙ্গে পালিয়ে আত্মগোপনে আছে। তারপরও তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।