অনুপ্রবেশের অভিযোগে রায়পুরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় রাজেশ (৫৪) নামের ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এ ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বামনী ইউনিয়ন থেকে রাজেশকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বাদী হয়ে থানায় মামলা করেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজেশ ভারতের পাঞ্জাবের বাসিন্দা। পরিবার নিয়ে দিল্লিতে বসবাস করেন তিনি।

মামলার বিবরণীতে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে ঘোরাফেরা করছিলেন রাজেশ। এ সময় স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তিনি বাংলা ভাষা বুঝতে পারছিলেন না। হিন্দি ভাষায় কথা বলছিলেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রাজেশকে আটক করে থানায় নিয়ে যায় তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, চার দিন আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রাজেশ। ঘুরতে ঘুরতে তিনি রায়পুর চলে আসেন। তবে কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছেন বা রায়পুর এসেছেন, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।