সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামে বাসচাপায় বৃদ্ধার ও বান্দরবানে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম ও বান্দরবানে আজ সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় এক বৃদ্ধা ও বান্দরবানে ট্রাক উল্টে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বান্দরবানের দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মারা যান রাবেয়া খাতুন (৬৬) নামের এক পথচারী নারী। তিনি পৌরসভার আল্লাই কাগজীপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের স্ত্রী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস রাবেয়া খাতুনকে চাপা দেয়। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, রাবেয়া খাতুন মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এর মধ্যেই বাড়ির অদূরে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।

বান্দরবানে ট্রাক উল্টে মারা যান আহম্মদ জসীম (৬০) নামের এক শ্রমিক। বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কে আজ সকালে সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জয়নাল আবেদীন নামের অপর একজন আহত হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বান্দরবান স্টেশন কর্মকর্তা শহিদুর রহমান জানিয়েছেন, সকালে বান্দরবানের দিক থেকে একটি ট্রাক মালামাল নিয়ে আসার জন্য কেরানীহাটের দিকে যাচ্ছিল। মেঘলা পর্যটন এলাকা পার হয়ে মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্র এলাকায় গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে উল্টে পড়ে যায়। খালি ট্রাকটিতে চালকসহ পাঁচজন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে আহাম্মদ জসীম ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। জয়নাল আবেদিন নামের আরেকজনকে সামান্য আহত অবস্থায় পাওয়া যায়।  

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দেওয়া হলে তাঁরা দ্রুত দুর্ঘটনাস্থলে যান। সেখান থেকে তাঁরা জয়নাল আবেদিন ও আহম্মদ জসীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পর জসীমকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে গেছেন।