ভারতে পাচার ৫ বাংলাদেশিকে দেশে ফেরাল বিএনডব্লিউএলএ

মানব পাচার
মানব পাচার

ভারতে পাচারের পর দেশটির কারাগারে বন্দী থাকা পাঁচ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএনডব্লিউএলএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি সালমা আলী তাঁদের নিজ জিম্মায় নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে কক্সবাজারের রামু উপজেলার পাঁচ ব্যক্তি স্থানীয় দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার হয়েছিলেন। ভারতের পুলিশ তাঁদের পাসপোর্ট আইনে আটক করে। তাঁদের এক বছর পাঁচ মাসের কারাদণ্ড হয়। তবে ওই পাঁচজন সাত বছর সাত মাস ভারতের কারাগারে বন্দী ছিলেন। অবশেষে ৮ আগস্ট তাঁরা মুক্তি পান।

এরপর গতকাল বুধবার ওই পাঁচজনকে দেশে ফিরিয়ে আনে বিএনডব্লিউএলএ। এতে সহায়তা করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কক্সবাজারের স্থানীয় এনজিও পালস বাংলাদেশ সোসাইটি। দেশে ফিরিয়ে আনার পর তাঁদের বিএনডব্লিউএলএর ঢাকার ট্রানজিট হোমে রাখা হয়।

এদিকে আজকের সংবাদ সম্মেলনে বিএনডব্লিউএলএর সভাপতি সালমা আলী ওই পাঁচজনকে পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।