হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

অবৈধ ইটভাটা বন্ধ না করা

রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ৩০ মে দিন রাখা হয়েছে।

রিট আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০২২ সালে একটি রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় পরবর্তী সময়ে সম্পূরক আবেদন করে এইচআরপিবি। এর পরিপ্রেক্ষিতে আদেশ অনুসারে রংপুরের বিভাগীয় কমিশনারকে পদক্ষেপ গ্রহণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ অনুসারে রংপুরের বিভাগীয় কমিশনারের প্রতিবেদন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনের তথ্য অনুসারে, রংপুর বিভাগে ৮১২টি অবৈধ ইটভাটা রয়েছে, যার মধ্যে ১৮টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালিপদ মৃধা।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বিভাগীয় কমিশনারের প্রতিবেদন অনুসারে ৮১২টি অবৈধ ইটভাটার মধ্যে মাত্র ১৮টি ইটভাটা বন্ধ করা হয়েছে, যা আদালতের নির্দেশনা অমান্য করার শামিল। আদালতের আদেশ না মানায় রংপুরের বিভাগীয় কমিশনার অদক্ষতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেছেন আদালত। নির্দেশনা বাস্তবায়ন না করায় আগামী দুই সপ্তাহের মধ্যে রংপুরের বিভাগীয় কমিশনারকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।