পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা–কর্মচারীরা। আগামীকাল বুধবার থেকে এই কর্মসূচি পালনের কথা ছিল তাদের। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কা তৈরি হয়েছিল।
আজ মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলন। এতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো। যৌক্তিক সময়ের মধ্যে দাবি পূরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও আরইবি চেয়ারম্যান।’
সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দুই দফার মধ্যে আছে আরইবি ও পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং অনিয়মিত বা চুক্তিভিত্তিক সব কর্মীদের নিয়মিতকরণ। সংস্থাটিতে প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। এর মধ্যে প্রায় ২০ হাজার অনিয়মিত কর্মী আছেন।
সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) মাধ্যমে কাজ পরিচালনা করে সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। দুই দফা দাবিতে গত জুন থেকে আন্দোলন করছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গত শনিবার দাবি পূরণে তাঁরা তিন দিনের সময় বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন এর মধ্যে দাবি পূরণ না হলে বুধবার থেকে গণপদত্যাগ ও গণছুটির কর্মসূচি পালন করবেন তাঁরা।