দুর্গাপূজা

‘আতঙ্ক নিয়ে অনুষ্ঠান করতে চাই না’

দুর্গাপূজাকে সামনে রেখে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। চট্টগ্রাম, ১৭ অক্টোবর
ছবি: প্রথম আলো

দুর্গাপূজা নিয়ে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের করা মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত।

আজ মঙ্গলবার দুপুরে পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির সংবাদ সম্মেলনে শ্যামল কুমার এ মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেসক্লাবে দুর্গাপূজা সামনে রেখে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত, জেলা সভাপতি নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ।

এক প্রশ্নের জবাবে শ্যামল কুমার পালিত বলেন, ‘জেলা প্রশাসন কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় বাহাউদ্দিন বাহার যে মন্তব্য করেছেন, তাতে আমি মনে করি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পূজার পরিবেশ বিঘ্ন ঘটার কারণ রয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে সারা দেশে ঐক্য পরিষদের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।’

শ্যামল কুমার পালিত আরও বলেন, ‘কুমিল্লায় প্রতিবাদ কর্মসূচি পালনের সময় হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। আমরা আইনের শাসনে বিশ্বাসী, শ্রদ্ধাশীল। আমরাও বলেছি যারা সাম্প্রদায়িক উসকানি দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না। তবে আমরা আতঙ্ক নিয়ে কোনো অনুষ্ঠান করতে চাই না।’

লিখিত বক্তব্যে বলা হয়, এবার চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫টি উপজেলায় ১ হাজার ৬৫১টি সর্বজনীন প্রতিমাপূজা ও ৫২৪টি ঘটপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সব উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ, চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রম সংস্কার, শারদীয় উৎসব উপলক্ষে চার দিনের সরকারি ছুটি ঘোষণাসহ আট দফা দাবি জানানো হয়।